রাজ্যে কার্যত লক ডাউনের বিধিনিষেধের সময় বেড়ে ১৫ জুন

করোনার কারণে রাজ্য জুড়ে বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী। ৩০মের জায়গায় সময়সীমা বেড়ে হলো ১৫জুন। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, আগের বিধিনিষেধ বলবৎ থাকলেও ছাড়ের ক্ষেত্রে সামান্য পরিবর্তন করা হয়েছে। চট কারখানা ৩০% শতাংশ কর্মী নিয়ে কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, পাঞ্জাব সরকার চটের বস্তার জন্য বারবার অনুরোধ করছে। তাই শ্রমিক উপস্থিতির সংখ্যা ৪০% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নির্মাণ শ্রমিকরা ছাড় পাবেন, তখনই, যদি তারা নিজেদের উদ্যোগে টিকা নেন তাহলে সমস্যা নেই। কিন্তু টিকা ছাড়া কাউকেই কাজের অনুমতি দেওয়া হবে না। এছাড়া সকাল ৭টা-১০টা পর্যন্ত বাজার খোলা। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব বন্ধ থাকবে।

Previous articleশুভেন্দু -মুকুলকে ডাকা হচ্ছে না কেন?’’ হাইকোর্টে প্রশ্ন তুললেন কল্যাণ
Next articleভারতে এই প্রথম, অ্যান্টিবডি ককটেল প্রয়োগে সুস্থ ৮৪ বছর বয়সী করোনা আক্রান্ত