৫ জুন তৃণমূলের শীর্ষবৈঠক, কী বলবেন মমতা চর্চা তুঙ্গে

বিধানসভা ভোটের পর এই প্রথম।

৫ জুন তৃণমূল কংগ্রেসের শীর্ষবৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ভবনে বিকেল তিনটের সময় এই বৈঠক হবে। থাকবেন সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, জেলা সভাপতি ও শীর্ষনেতৃত্ব। তার আগে বসবে ওয়ার্কিং কমিটি।

এই বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। কী বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কী বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামী দিনের কর্তব্য ও কর্মসূচি বলা হবে। তার পাশাপাশি সাংগঠনিক কিছু রদবদল কি হতে পারে? তা নিয়েও জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে এক ব্যক্তি এক পদ নীতির কার্যকর হওয়া শুরু হতে চলেছে। আরও একাধিক চমক থাকবে।

আরও পড়ুন- চক্রান্ত! মুখ্যসচিব আলাপনকে রাজ্য থেকে তুলে দিল্লিতে বসানোর চিঠি কেন্দ্রের


Advt

Previous articleচক্রান্ত! মুখ্যসচিব আলাপনকে রাজ্য থেকে তুলে দিল্লিতে বসানোর চিঠি কেন্দ্রের
Next articleফেসবুক লাইভে ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা কাটালেন অতীন