Thursday, August 21, 2025

মমতার সরকারের নয়, আত্মসমালোচনা করুন: বিস্ফোরক মুকুল পুত্র শুভ্রাংশু

Date:

Share post:

একটা ফেসবুক পোস্ট ঘিরে এমন জল্পনার জন্ম নেবে বোধহয় ভাবেননি মুকুল পুত্র শুভ্রাংশু রায়। কিন্তু বাস্তব পরিস্থিতিতে যা ঘটেছে তাই বা কম কিসে । মাত্র ১২ শব্দের ফেসবুক পোস্ট! আর তাতেই উত্তাল রাজ্য রাজনীতি।

নিশ্চয়ই ভাবছেন কী লিখেছেন শুভ্রাংশু? এবার উত্তর ২৪ পরগনার বীজপুরে বিজেপির প্রার্থী ছিলেন মুকুল পুত্র। কিন্তু যথারীতি গোহারা হেরেছেন তিনি। আজ শনিবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যারা বিপুল জন সমর্থন নিয়ে সরকার গড়লো তাদের সমালোচনা করার আগে নিজেদের আত্মসমালোচনা করা দরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একসময় তৃণমূলে থাকা দলবদলু শুভ্রাংশু কি কোনও বার্তা দিতে চাইলেন তৃণমূল নেতৃত্বকে?

এ বিষয়ে শুভ্রাংশুকে প্রশ্ন করা হলে একরাশ ক্ষোভ আর অভিমান ঝরে পড়ছে তরুণ তুর্কির গলায়। তিনি বলেছেন, একটা সরকার জনগণের সমর্থন নিয়ে নবান্নে এসেছে। অথচ তাদের বিরুদ্ধে সিবিআই, ইডি কে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে তা কী সত্যি সমর্থনযোগ্য? মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে বদলি করা হল! অন্যের দিকে না তাকিয়ে নিজেদের আত্মসমালোচনা করাটা কি জরুরী নয়? কেন আমাদের খারাপ ফল হল? আমাদের কে জবাব দেবে ?

Pp

শুভ্রাংশুর মা করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হল বেসরকারি হাসপাতালে ভর্তি। আক্রান্ত হয়েছিলেন মুকুল নিজেও। তিনি আজ কাঁচরাপাড়ার বাড়িতে ফিরেছেন ঠিকই। কিন্তু তরুণ তুর্কির গলায় ক্ষোভর কেন দলের কেউ খোঁজ নিলো না?
তার সাফ কথা, বঙ্গ বিজেপির নেতারা মুখের যে বুলি আওড়ান তার বিন্দুমাত্র কেন দেখা গেল না?

শুভ্রাংশু বয়সে নবীন। বিতর্কিত মন্তব্য খুব একটা তার মুখে শোনা যায় না। সেই শুভ্রাংশুর মুখে যখন ঝরে পড়ে ক্ষোভ, স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতি উত্তাল হয় বৈকি।

মুকুল পুত্র স্পষ্ট জানিয়েছেন, আমার দলের কেউ না হয়েও দিব্যেন্দুদা ছাড়া আর কেউ তো একবারও জিজ্ঞেস করল না আমার পরিবার বেঁচে আছে কি না? অথচ আমরা তো একটা পরিবারের মতো। রীতিমতো আত্মভিমানের সুর মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের গলায়।

আরও পড়ুন- লক ডাউনে দুঃস্থদের জন্য অন্নশিবির

Pp

Advt

spot_img

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...