‘রিলিজ নয়’, আলাপন- ইস্যুতে আজই দিল্লিকে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির বিরোধিতা করে দিল্লিকে আজ, শনিবারই চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই খবর নবান্ন সূত্রে।

এই বদলিকে কোনও অবস্থাতেই মানতে রাজি নয় রাজ্য৷ আলাপনের নেতৃত্বে রাজ্যে ‘কোভিড- ম্যানেজমেন্ট’-এর কাজ চলছে৷ সাফল্যও পাচ্ছে রাজ্য৷ এই অবস্থায় তাঁকে ছাড়া হলে বিঘ্নিত হবে করোনা-যুদ্ধ৷ পাশাপাশি ইয়াস-এর তাণ্ডবে বিধ্বস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকা৷ পুণর্গঠনের কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব আলাপনকে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে এই পরিস্থিতিতে মুখ্যসচিবকে ছাড়া সম্ভব নয় বলেই মনে করছে নবান্ন৷

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীই চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যৎচিবের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেছিলেন। কেন্দ্র ৩ মাস মেয়াদ বৃদ্ধিও করেছে৷ তার পরই এভাবে বদলির চিঠি আসায় রাজ্যে করোনা এবং ইয়াস-পরবর্তী কার্যক্রম বাধাপ্রাপ্ত হবে৷ নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবকে এখনই ‘রিলিজ’ করবে না রাজ্য সরকার। আপত্তির কথা জানিয়ে আজ, শনিবারই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- অমিতের টুইটের পরেই আলাপনকে তলব: ‘ষড়যন্ত্র’ দেখছে রাজনৈতিক মহল

Pp

Advt

Previous articleরাতেই পথে ফিরহাদ, হাসপাতালে মদন, ফোনে সুব্রত
Next articleপ্রায় তিন দিন পরে নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার সিঁড়িতে উদ্ধার হল ৪ শ্রমিকের দগ্ধ দেহ