বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার দিনহাটায়, তদন্তে পুলিশ

সিতাইয়ে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত বিজেপি কর্মীর নাম অনিল বর্মন। অভিযোগ, শনিবার রাতে ওই বিজেপি কর্মী বাড়ি ফেরেননি। এরপরেই পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এরপর রবিবার সকালে বাড়ির সামনের জঙ্গল থেকে বিজেপি কর্মী অনিল বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপি-র অভিযোগ, তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত।

এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সিতাই থানায় পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। ভোটের ফল ঘোষণার পরেই মৃত অনিল বর্মনের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই বাড়ি ছাড়া ছিলেন ওই বিজেপি কর্মী। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

আরও পড়ুন-দলের অন্দরের ক্ষোভ প্রকাশ্যে! দিল্লির নেতারা ভোটের খরচের হিসেব চাইছেন বঙ্গ-বিজেপির কাছে

বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা জানান, তৃণমূল কংগ্রেস অনিল বর্মনকে হুমকি দিয়েছিল। তার বাড়ি ভাঙচুর করা হয়েছিল। শনিবার রাতে তাকে খুন করেছে। তৃণমূল কংগ্রেসের সিতাই এর বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়ার দাবি, মানসিক ভারসাম্য হীন ছিলেন তিনি। তাই হয়ত আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত করুক। দলের কেউ সিতাইয়ে সন্ত্রাস করেনি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছ পুলিশ।

Pp

Advt

Previous articleরাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে খোয়া গেল অতি মূল্যবান, দুষ্প্রাপ্য সামগ্রী!
Next articleপ্রবীণ ও বিশেষভাবে সক্ষমরা বাড়ির কাছেই ভ্যাকসিন পাবেন, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রকের