স্থিতিশীল বুদ্ধদেব, এক্স-রে রিপোর্ট সন্তোষজনক

ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) বুদ্ধদেব ভট্টাচার্য। (Buddhadeb Bhattacharjee) বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। গতকাল, রবিবার তাঁর বুকের এক্স-রে (X-Ray) করা হয়। সেখান কোনও নিউমোনিক বদল ধরা পড়েনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও শুকনো কাশি রয়েছে। সেটাই কিছুটা চিন্তার।

রবিবার সন্ধেয় হাসপাতালের বেডে শুয়েই খবর শোনেন তিনি। আজ, সোমবার সকালে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। রক্তে গ্লুকোজের পরিমাণও স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক ভাবেই কথা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিয়ম করে খাবার খাচ্ছেন। হৃদস্পন্দন মিনিটে ৬৪। ইউরিন আউটপুট সন্তোষজনক। তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৯৬ শতাংশ৷ টেলিভিশনে খবরও দেখছেন বুদ্ধবাবু।

আরও পড়ুন:প্রয়াত সৌরশক্তির জনক অশোক বড়ুয়া, শোকের ছায়া গবেষকমহলে

Advt

Previous articleপ্রয়াত সৌরশক্তির জনক অশোক বড়ুয়া, শোকের ছায়া গবেষকমহলে
Next articleকরোনার বাড়বাড়ন্ত, ফের পিছলো ICSE, CBSE দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি