সক্রিয় মৌসুমী বায়ু , শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি

রাজ্যে শুরু হয়ে গেল প্রাক-বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল থেকে আরও সক্রিয় হবে মৌসুমী বায়ু।কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। ভোরবেলা থেকেই আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, এখনই মিলবে না স্বস্তি। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

এরই মাঝে বৃহস্পতিবার ৩ জুন কেরলে ঢুকছে বর্ষা। প্রাক্ বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। মঙ্গলবার থেকে আরও সক্রিয় হবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন প্রাক্ বর্ষার বৃষ্টি হবে।উত্তরবঙ্গের দু’-একটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে ।

Advt

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleহার্লে ডেভিডসনের শিটে শার্টলেস সাইনির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়