করোনায় প্রয়াত রাজ্যের স্বাস্থ্যকর্তা গৌতম চৌধুরী

করোনায় প্রয়াত রাজ্যের স্বাস্থ্যকর্তা গৌতম চৌধুরী (Gautam Chaudhari died as a corona victim) । গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন তিনি। সংক্রমিত তাঁর স্ত্রীও। দুজনেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।মঙ্গলবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। রাজ্যের করোনা দূরীকরণ কর্মসূচিতে এই স্বাস্থ্যকর্তার বিরাট বড় ভূমিকা ছিল। ভিনরাজ্য থেকে ভ্যাকসিন নিয়ে আসা ও বণ্টনের দায়িত্বে ছিলেন তিনি। রাজ্য সরকারের নিখরচায় অ্যাম্বুল্যান্স পরিষেবার দায়িত্বেও ছিলেন। রাজ্যের স্বাস্থ্যদফতরের ভ্যাকসিনের মুখ্য সুপার ভাইজার ছিলেন গৌতম চৌধুরী। রাজ্যের করোনার বিরুদ্ধে যুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন গৌতমবাবু।