Saturday, August 23, 2025

ভোটে হেরেও মানুষের পাশে লুইস কুজুর, কঠিন পরিস্থিতিতে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছেন স্থানীয়দের

Date:

একুশের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের কুমারগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন লুইস কুজুর। ভোটে হেরে গেলেও তিনি করোনা অতিমারির সময়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পিছপা হননি। যেসব দম্পতিরা করোনা আক্রান্ত তাদের সন্তানদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন কুজুর। খাদ্যসামগ্রী দিয়ে তিনি সাহায্য করছেন তাঁর এলাকার মানুষকেও।

মা-বাবা দুজনই করোনায় আক্রান্ত। সমস্যায় পড়েছেন তাদের চার সন্তান। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সম্পাদক লুইস কুজুর। বৃহস্পতিবার বিকেলে কুমারগ্রাম চা-বাগানের রোজার লাইনের ওই বাড়িতে গিয়ে সন্তানদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন লুইস। পাশাপাশি সচেতনতার বার্তা দিয়ে চলেছেন এলাকার মানুষদের। মাইকিং করে কুজুর জানাচ্ছেন, করোনা অতিমারি পরিস্থিতিতে সকলে মাস্ক পরে, নিয়মিত হাত ধোয়ার কথা তিনি জানিয়েছেন। এছাড়াও সামাজিক দূরত্ব-বিধির কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন-৬ মাসের মধ্যে মৃত ভিলেজ ও সিভিক পুলিশের স্ত্রীকে চাকরি, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

রোজার লাইনের বাসিন্দা ওই দম্পতির বুধবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা সেখানকার সেফহোমে রয়েছেন। তবে তাদের চার সন্তানের কোভিড নেগেটিভ এসেছে। এই পরিস্থিতিতে তাদের বাড়িতে লুইস কুজুর পৌঁছে দিলেন পাউরুটি, ডিম, দুধ, বিস্কুটের প্যাকেট, কালাকাঁদ প্রভৃতি। আগামিদিনেও ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version