দুর্গতদের পাশে বরানগরের আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

একদিকে কোভিড পরিস্থিতিতে গোটা দেশ যখন লড়াই করছে , তখন পিছিয়ে নেই আমাদের রাজ্য। এরই মাঝে হানা দিয়েছিল সুপার সাইক্লোন ইয়াস। আর তারই জেরে দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত।

সেই দূর্গত মানুষদের পাশে দাঁড়ালো আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বরানগর। আজ এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নামখানা ব্লকের নন্দভাঙ্গা গ্রামে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান। নিরন্ন ,অসহায় মানুষের হাতে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী তুলে দেন।

মূলত: মুড়ি, চিঁড়ে, ছাতু, চিনি,ORS,জল, স্যানিটারি ন্যাপকিন, বাতাসা, মাস্ক, স্যানিটাইজার, সোয়াবিন, জামাকাপড় তুলে দেন ৩৫০ টি পরিবারের হাতে।

আরও পড়ুন- কোভিডবিধি উপেক্ষা করেই পরীক্ষার আয়োজন মালদহের গৌড় মহাবিদ্যালয়ে!

আগামী দিনে দূর্গতদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা নিরন্তর কাজ করে চলেছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। এই কর্মসুচীতে আরও দুটি সমাজসেবী সংগঠনও এগিয়ে এসেছে।

আরও পড়ুন- ‘যশ-নিখিলে পার্থক্য নেই! পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই’, নুসরত প্রসঙ্গে তসলিমা

Advt

Previous article‘যশ-নিখিলে পার্থক্য নেই! পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই’, নুসরত প্রসঙ্গে তসলিমা
Next articleইয়াস দুর্গতদের প্রয়োজনে “প্রয়োজন”