করোনা আক্রান্ত জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

Ram rahim admitted in a hospital of Gurgaon with coron -positive
রাম রহিম। ফাইল চিত্র।

এবার করোনা (Corona) আক্রান্ত হলেন বিতর্কিত ”গডম্যান”  বা স্বঘোষিত “ধর্মগুরু” বাবা রাম রহিম (Ram Rahim)। কোভিড রিপোর্ট পজিটিভ (Covid Report Positive) আসার পরই গতকাল, রবিবার তাকে হরিয়ানার (Hariyana) রোহতকের (Rohtak) সুনারিয়া জেল (Sunariya Central Jail) থেকে গুরুগ্রামের (Gurgaon) এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, একাধিক ধর্ষণ ও খুনের অপরাধে রাম রহিমকে ২০ বছরের সাজা শুনিয়েছে আদালত। সেই সাজাতেই এখন জেলবন্দি স্বঘোষিত এই “গডম্যান’’। এদিকে, তার করোনা সংক্রমণের পরই জেলের অন্য কয়েদিদেরও মেদান্তার হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সকলের রিপোর্ট এখনও আসেনি বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

Advt