Friday, December 12, 2025

সাংবিধানিক পদে থাকা কাউকে গ্রেফতার করতে স্পিকারের অনুমতি লাগে, CBI তা করেনি: সিংভি

Date:

Share post:

নারদ-মামলা অন্যত্র সরানো হবে কি না, তা নিয়েই গত বেশ কয়েকদিন ধরেই হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি চলছে।মঙ্গলবারও যথারীতি শুনানি চলছে৷ আইনজীবী মহলের ধারনা, চলতি সপ্তাহের মধ্যেই সওয়াল শেষ হতে পারে৷ মামলার চূড়ান্ত রায় আগামী সপ্তাহেই ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল৷

প্রসঙ্গত, নারদ-মামলার জেরে গত ১৭ মে রাজ্যের চার নেতা-মন্ত্রীকে CBI গ্রেফতার করে। হাইকোর্টে CBI-এর তরফে ইতিমধ্যেই দেশের সলিসিটর জেনারেল তুষার মেহেতা সওয়ালে বলেছেন, ওই গ্রেফতারির প্রতিবাদে ধরনা, বিক্ষোভ চলে নিজাম প্যালেসের CBI দফতরের সামনে। মুখ্যমন্ত্রী ওই ধর্নায় অংশগ্রহণ করেছিলেন। ধৃতদের জামিনের জন্য CBI-এর বিশেষ আদালত প্রাঙ্গনে হাজির ছিলেন রাজ্যের আইনমন্ত্রী। এর ফলে বিচার বিভাগের উপর প্রভাব সৃষ্টি করেছে বলে দাবি মেহেতার।

মঙ্গলবার অভিযুক্তদের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি CBI-এর এই সব বক্তব্য খণ্ডন করেন৷ এবং অন্যতম অভিযুক্ত ফিরহাদ হাকিমের তরফে হলফনামা পেশ করেন সিংভি।
◾সিংভি – CBI-এর অভিযোগ, ফিরহাদকে গ্রেফতারের সময় প্রচুর মানুষ সামনে আসে। অথচ তিনি নিজে গাড়ির সামনে গিয়ে হাতজোড় করে সবাইকে ফিরে যেতে বলেন। একথা তো বলা হয়নি ? কেন এ কথা এড়িয়ে যাওয়া হলো ? ২০১৭ সালে FIR-এর পর একবারও তদন্তে অসহযোগিতা করা হয়নি। CBI দফতরের সামনে CCTV-র ফুটেজ সামনে আনা হোক। এজলাসেও কোনও মন্ত্রীরা যাননি।

◾সলিসিটর জেনারেল তুষার মেহেতা – হেফাজতে যাদের নেওয়া হয়েছিলো, তাঁরা CBI অফিসের ভিতরে ছিলেন। তাঁদের কোনওভাবে জানা উচিত নয়, বাইরে কি হচ্ছে।

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – অভিযুক্ত ফিরহাদ হাকিম কিভাবে জানলেন কারা কোথায় ছিলেন? এই হলফনামার কোথাও তিনি বলেননি এই তথ্য কোথায় পেলেন?

◾সিংভি – ফিরহাদ হাকিমের আত্মীয়রা সেখানে গিয়েছিলেন৷ সেখান থেকেই জানতে পারেন। অন্তত ৩-৪ ঘন্টা কেউ ঢুকতে পারেনি, এটা তো বলা যায়না। মুখ্যমন্ত্রী তো ফিরহাদের আত্মীয়দের সঙ্গেই বসেছিলেন। সেই সূত্রে জানা সম্ভব৷
◾সিংভি – CBI অফিসাররা তো নিজেরা সশরীরে গিয়েই চার্জশিট দিলেন৷ অথচ নিজেরাই ভার্চুয়াল শুনানির আর্জি জানালেন।

◾সিংভি – প্রভাবশালী মানেই প্রমাণ নষ্ট করে দেবেন, এমন যুক্তি অর্থহীন৷ খাঁচায় বন্দি থাকা খারাপ, তবে আরও খারাপ খাঁচা থেকে বাইরে এসেই ঝড়ের মতো উড়ে প্রত্যেক বাড়িতে গিয়ে ক্ষতি করা৷ এমন ভাবনার ভিত্তি কী?

◾সিংভি – যারা সেদিন নিজাম প্যালেসের সামনে জমায়েত হয়েছিল তারা এজেসি বসু রোডের উপরে ছিলেন। তাঁরা CBI-এর নিজাম প্যালেসের দফতরে কেউ ঢোকেননি।

◾রাজ্য সরকারের পেশ করা হলফনামা প্রসঙ্গে বিচারপতি আই পি মুখোপাধ্যায় – CBI চাইলে এই হলফনামা গ্রহন করা হবে।

◾মনু – সেদিন ১২৯টি গাড়ি নিজাম প্যালেসে ঢুকেছিল এবং বেরিয়েছিলো। পরিস্থিতি স্বাভাবিক ছিলো৷ কিন্তু এখনও বোঝা যাচ্ছে না CBI কেন ঢুকতে বা বেরোতে পারল না? কেন ভারচুয়াল শুনানি চাইলো? কলকাতা পুলিশ জানতে পারার পর গ্রিন-করিডর করে CBI অফিসারদের চার্জশিট দিতে নিয়ে যায়। সেদিন অন্যান্য কোর্টও চলছিল। অথচ স্পেশাল কোর্টে এ সমস্যা হল বলে অভিযোগ CBI-এর। বলা হচ্ছে, হাজার মানুষের ভিড় ছিল আদালতে। কোথাও তো তা দেখা গেল না। শুধুই সংবাদমাধ্যম উপস্থিত ছিল। তাহলে বিশৃঙ্খলা কোথায়! কলকাতা পুলিশও CBI-এর তরফে এমন কোনও অভিযোগ পায়নি৷

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – ধরা যাক ভিড়ের অভিযোগ সঠিক নয়। কিন্তু যেহেতু এরা জননেতা, তাই জনমানসে প্রভাব হতেই পারে। সেক্ষেত্রে CBI- এর ট্রান্সফারের ক্ষেত্রে কি বলবেন?
◾ সিংভি – ৫ মে- মুখ্যমন্ত্রী শপথ নিলেন।
৭ মে- রাজ্যপাল স্বাক্ষর করলেন।
১১ মে- ক্যাবিনেট শপথ নিলো।
১৭ মে- চারজনকে গ্রেফতার করা হল। আইন বলছে, এই ধরনের সাংবিধানিক পদের ব্যক্তিকে গ্রেফতার করতে হলে স্পিকার বা চেয়ারম্যানের অনুমতি লাগে। কারণ তারা শপথ নিয়ে মন্ত্রী। সেকাজ CBI করেনি৷

আরও পড়ুন:অবলুপ্তির পথে শতাব্দী প্রাচীন পুতুলনাচ শিল্প! কেমন আছেন শিল্পীরা?

Advt

spot_img

Related articles

গুজরাটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, আহত ৫

ফের গুজরাটে (Gujrat) ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু (Bridge Under Construction)। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে ৫ জনের আহত হওয়ার...

শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভেন্টিলেশনে খালেদা জিয়া!

অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ার কারণে শারীরিক অবস্থার অবনতি হতেই...

প্যাটি বিক্রেতাদের উপর হামলাকারীদের সংবর্ধনা শুভেন্দুর! তীব্র ধিক্কার তৃণমূলের

ধর্মের দোহাই দিয়ে অপরাধীদের আড়াল করাই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। কারণ, বিগ্রেডের (Bridged) অনুষ্ঠানে যাঁরা গরিব...

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা।...