এপিজে হাউসের আগুন নিয়ন্ত্রণে আনতে লড়ছে দমকলের ৮ টি ইঞ্জিন

ফের আগুনের গ্রাসে পার্কস্ট্রিটের অফিস বিল্ডিং । মঙ্গলবার বেলায় এপিজে হাউসের পাঁচতলায় আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন।ওই বিল্ডিংয়ে একাধিক অফিস রয়েছে । ব্যাঙ্ক, দোকানও রয়েছে। আগুন লাগার সময় বিল্ডিংয়ে খুব বেশি লোকজন উপস্থিত ছিলেন না। তাঁদের প্রত্যেককে দমকলকর্মীরা নিরাপদে বাইরে বের করে আনেন।

এপিজে হাউসের পাঁচতলায় এই আগুন লাগার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপাতত আটটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে। যদিও এখনও তা নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছেন দমকলকর্মীরা।
বিল্ডিংয়ে জানালার কাঁচ ভেঙে আগুনের উৎসস্থলে যাওয়ার চেষ্টা করছেন দমকলকর্মীরা । তারা জানিয়েছেন, উৎসস্থলে পৌঁছাতে পারলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে । পার্কস্ট্রিট থানার পুলিশও দমকলকর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন।

দমকল মন্ত্রী সুজিত বসু বলেন , পাঁচ তলায় যে আগুন লেগেছে সেখানে একটি ওষুধ সংস্থার অফিস ছিল । দ্রুত দমকলকর্মীরা সবাইকে বার করে নিয়ে আসে, কেউ হতাহত হয়নি।

Advt

Previous articleসাংবিধানিক পদে থাকা কাউকে গ্রেফতার করতে স্পিকারের অনুমতি লাগে, CBI তা করেনি: সিংভি
Next articleবাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা: সিদ্ধান্ত নিয়ে কী জানালেন শিক্ষাবিদরা