Sunday, January 11, 2026

আইনজীবী-মুখ্যমন্ত্রীর মর্যাদাহানির চেষ্টায় CBI, প্রতিবাদে সরব রাজ্য বার কাউন্সিল

Date:

Share post:

রাজ্য বার কাউন্সিলর নথিভুক্ত তিন আইনজীবীকে পরিকল্পিতভাবে CBI হেনস্তা করছে৷ আইনজীবী হিসাবে মক্কেলদের আইনি সহায়তা দিতে গিয়েছিলেন তাঁরা, অথচ CBI তাঁদের মর্যাদাহানি করছে৷ নথিভুক্ত আইনজীবীদের আইনি পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হচ্ছে৷

নারদ-মামলায় রাজ্যের তিন আইনজীবীকে যুক্ত করার প্রতিবাদে এভাবেই সরব হয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল৷ বুধবার বার কাউন্সিলের ডাকা এক সাংবাদিক বৈঠকে গুরুতর এই অভিযোগ এনেছেন চেয়ারম্যান অশোক দেব৷

অশোক দেবের অভিযোগ, অতি সম্প্রতি নারদ- মামলায় আমরা লক্ষ্য করেছি, তিন আইনজীবী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যারা প্রত্যেকেই বার কাউন্সিলের নথিভুক্ত আইনজীবী, তাঁদের CBI কলকাতা হাইকোর্টের এক মামলায় অসাংবিধানিকভাবে জড়ানোর চেষ্টা করছে৷ এই ধরনের তৎপরতা আইনের পরিপন্থীই শুধু নয়, এ ধরনের কাজ চালিয়ে CBI এ রাজ্যের আইনজীবীদের মর্যাদা ভূলুন্ঠিত করার চেষ্টা চালাচ্ছে৷ তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ বার কাউন্সিল রাজ্যের আইনজীবী এবং আইন প্রক্রিয়া সুরক্ষায় দায়বদ্ধ৷ বার কাউন্সিল সাংবিধানিকভাবে আইনজীবীদের রক্ষাকবচ৷ কিন্তু বর্তমানে আইনজীবীরা বিভিন্ন সময়ে মক্কেলদের আইনি সহায়তা দিতে গিয়ে CBI-এর হেনস্তার শিকার হচ্ছে৷

এদিকে রাজ্য বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা বিষয়টি নিয়ে একটি খোলা চিঠিও প্রকাশ করেছে৷ এই চিঠি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কাছেও পাঠানো হবে৷ দেওয়া হবে CBI-এর সদর দফতরেও৷ চিঠিতে বলা হয়েছে, আমরা বিচারব্যবস্থা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, যেভাবে হাইকোর্টে একটি চিঠির ভিত্তিতে রাতের অন্ধকারে কোর্ট বসিয়ে বিরোধী পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা রায়দান করা হয়, তা আইনি প্রক্রিয়া নয়, জনমানসে আইনি পদ্ধতিকে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে৷ বিশেষত, নিম্ন আদালতের জামিনের নির্দেশ সন্ধ্যা ৬.৩০ মিনিটে CBI দফতরে পৌঁছে যাওয়ার পরেও চার অভিযুক্তকে জামিনে মুক্তি না দিয়ে বেআইনিভাবে CBI দফতরে চার ঘন্টা বসিয়ে রাখা হয় হাইকোর্টের নির্দেশের জন্য৷ এই কাজ নিন্দনীয়৷

রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব এবং কাউন্সিলের অন্য সদস্যরা গোটা ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছেন৷ বার কাউন্সিল জানিয়েছে, বিগত দিনের মতো আইনজীবীদের স্বার্থে এবং এ ধরনের ঘটনার প্রেক্ষিতে বার কাউন্সিল তিন আইনজীবীর পাশে আছে৷

 

আরও পড়ুন- নিউটাউনে নিহত দুষ্কৃতী ভাল্লারের বিরুদ্ধে ৪০টি মামলা, মাথার দাম ছিল ১০লক্ষ

Advt

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...