ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদাল

ফ্রেঞ্চ ওপেনের(French open) সেমিফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল(Rafael Nadal)। কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন দিয়েগো স্কোয়ার্টজম্যানকে (Diego Schwartzman)। ম‍্যাচের ফলাফল  ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ । এই নিয়ে ১৪ বার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন নাদাল।

কোয়ার্টার ফাইনালের এই ম‍্যাচে জয় ছিনিয়ে নিতে একটু বেশি ঘাম ঝরাতে হল নাদালকে। তবে শেষ পযর্ন্ত জয়ের মুখ দেখেন রাফা।

এই জয়ের পর ম্যাচ শেষে নাদাল বলেন,”অবিশ্বাস্য একটা অনুভূতি হচ্ছে। আরও একবার সেমিফাইনালে খেলতে নামব। দিয়েগো দারুণ খেলেছে আজ। অসাধারণ প্রতিভা। আজ কঠিন লড়াই করতে হয়েছে আমাকে।”

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ক্রিকেটার রবি বন্দ্যোপাধ্যায়