Saturday, August 23, 2025

মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

প্রায় ৪ বছর পর ‘ঘরে’ ফিরলেন মুকুল রায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার্স স্ট্রোকে বিজেপি যে কার্যত ব্যাকফুটে চলে গেল তা স্পষ্ট হয়ে গেল একের পর এক বিজেপি নেতার বক্তব্যে। এই প্রসঙ্গে প্রথমে কোনও মন্তব্যই করতে চাননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে মুখ খোলেন। আর বিজেপি অফিসে সাংবাদিক বৈঠকে এসে মুকুল রায়কে শুভেচ্ছা জানালেন জয়প্রকাশ মজুমদার।

সকালেই বিজেপি নেতা তথাগত রায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করেন। এছাড়া কোনও বিজেপি নেতার মুখে রাজ্য রাজনীতি সাম্প্রতিক কালে এত বড় ঘটনা নিয়ে বিশেষ আক্রমণাত্বক সুর শোনা গেল না। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে বলেন, “গিয়েছেন তো আমার কী করার আছে?” আসলে তিনি বুঝিয়ে দেন মুকুল রায়ের দলত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।

এদিকে জয়প্রকাশ মজুমদার বিজেপি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় প্রসঙ্গে বলেন, “তাঁকে শুভেচ্ছা জানাই”। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর ভয় দেখিয়ে মুকুলকে বিজেপিতে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি তো বাচ্চা ছেলে ছিলেন না। আর ভয় পাওয়ার কথা বলে আসলে মুকুল রায়কে অসম্মানিত করা হচ্ছে’।

এদিকে মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা শিলভদ্র দত্ত বলেন, বার বার এভাবে দলবদলে নেতিবাচক প্রভাব পড়বে। আর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, উনি সুবিধাবাদী। প্রথমে ভেবেছিলেন বিজেপি জিতলে ক্ষমতায় থাকবেন। এখন তা পূরণ না হওয়ায় আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। এতে বিজেপির ভালই হবে।

এখন দেখার মুকুল রায়ের দল ছাড়া নিয়ে বিজেপি ভবিষ্যতে কী অবস্থান নেয়। দলের নেতা কর্মীদের কাছেই বা কী বার্তা দেওয়া হয়।

 

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...