Wednesday, December 24, 2025

মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

প্রায় ৪ বছর পর ‘ঘরে’ ফিরলেন মুকুল রায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার্স স্ট্রোকে বিজেপি যে কার্যত ব্যাকফুটে চলে গেল তা স্পষ্ট হয়ে গেল একের পর এক বিজেপি নেতার বক্তব্যে। এই প্রসঙ্গে প্রথমে কোনও মন্তব্যই করতে চাননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে মুখ খোলেন। আর বিজেপি অফিসে সাংবাদিক বৈঠকে এসে মুকুল রায়কে শুভেচ্ছা জানালেন জয়প্রকাশ মজুমদার।

সকালেই বিজেপি নেতা তথাগত রায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করেন। এছাড়া কোনও বিজেপি নেতার মুখে রাজ্য রাজনীতি সাম্প্রতিক কালে এত বড় ঘটনা নিয়ে বিশেষ আক্রমণাত্বক সুর শোনা গেল না। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে বলেন, “গিয়েছেন তো আমার কী করার আছে?” আসলে তিনি বুঝিয়ে দেন মুকুল রায়ের দলত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।

এদিকে জয়প্রকাশ মজুমদার বিজেপি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় প্রসঙ্গে বলেন, “তাঁকে শুভেচ্ছা জানাই”। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর ভয় দেখিয়ে মুকুলকে বিজেপিতে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি তো বাচ্চা ছেলে ছিলেন না। আর ভয় পাওয়ার কথা বলে আসলে মুকুল রায়কে অসম্মানিত করা হচ্ছে’।

এদিকে মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা শিলভদ্র দত্ত বলেন, বার বার এভাবে দলবদলে নেতিবাচক প্রভাব পড়বে। আর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, উনি সুবিধাবাদী। প্রথমে ভেবেছিলেন বিজেপি জিতলে ক্ষমতায় থাকবেন। এখন তা পূরণ না হওয়ায় আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। এতে বিজেপির ভালই হবে।

এখন দেখার মুকুল রায়ের দল ছাড়া নিয়ে বিজেপি ভবিষ্যতে কী অবস্থান নেয়। দলের নেতা কর্মীদের কাছেই বা কী বার্তা দেওয়া হয়।

 

spot_img

Related articles

এসআইআরের নথি সংশোধন মামলায় বড় নির্দেশ আদালতের

বঙ্গে SIR আবহে ভোটার তালিকা সংশোধনে ব্যবহৃত নথি সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনকে (ECI) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট...

ফের চারপেয়ের এন্ড্রোস্কোপি! পিকলের পেট থেকে স্কচবাইট বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

গোল্ডির পেট থেকে বেরিয়ে ছিল সেফটিপিন। এবার পিকল-এর পেট থেকে এন্ড্রোস্কোপি (Endoscopy) করে বের করা হল স্কচবাইট। পূর্ব...

চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা ৩ আরোহীর

নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই...

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...