জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ইতালি

জয় দিয়ে ইউরো কাপের( Euro cup) অভিযান শুরু করল ইতালি( Italy )। শুক্রবার রাতে তারা হারাল তুরস্ককে( turkey)। ম‍্যাচের ফলাফল ৩-০।

ম‍্যাচে এদিন শুরু থেকেই তুরস্কের ওপর চাপ সৃষ্টি করে রর্বাতো মানচিনির দল। তবে ম‍্যাচের প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুদল। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইতালি। এই ইতালি বুঝিয়ে দেয়, যে শুধু ডিফেন্সিভ ফুটবল নয়, আক্রমণেও রয়েছে তেজ। ম‍্যাচের ৫৩ মিনিটে তুরস্কের ডিফেন্ডার মেরিহ ডেমিরালের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইতালি। ম‍্যাচের ৬৬ মিনিটে গোল ইতালিকে ২-০ এগিয়ে দেন সিরো ইম্বোবিলে। এরপর যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইতালি। এরফলে ম‍্যাচের ৭৯ মিনিটে তৃতীয় গোলটি পেয়ে যায় মানচিনির দল। ৭৯ মিনিটে গোল করে ইতালিকে হয়ে ৩-০ করেন লোরেঞ্জো ইনসিগনো।

গ্রুপ ‘এ’ ম্যাচে জয় দিয়েই ইউরো শুরু করল ইতালি। তাদের পরের ম্যাচ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleমুকুল রায়কে তৃণমূল পরিবারে স্বাগত, আমরা এক হয়ে কাজ করব: টুইট বার্তা অভিষেকের
Next articleশিশুশ্রম রোধে তৎপর শ্রমমন্ত্রক, এবার অনলাইনে জানানো যাবে অভিযোগ