সার্বিয়ার দুই ফুটবলারকে সই করাল মহামেডান স্পোর্টিং

সার্বিয়ার(serbia )দুই ফুটবলার নিকোলা স্টোজানোভিচ ( nikola stojanovic)ও স্টেফান ইলিচকে( stefan ilic) সই করাল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammaden sporting club)। রবিবার নিজেদের সোশ্যাল মিডিয়া এই দুই ফুটবলারের যোগ দেওয়ার কথা ঘোষণা করল সাদা-কালো কর্তারা।

২০১৫ সালে সার্বিয়ার হয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জিতেছিলেন ইলিচ। রেড স্টার বেলগ্রেড,  স্পার্টাক সুবোটিকা, ওএফকে বাকা,  মত ক্লাবে খেলেছেন এই ফরোয়ার্ড। অন্যদিকে নিকোলা গ্রিস ও বেলারুশ, মন্টেনেগ্রোর মতন প্রথম ডিভিশন ক্লাবে খেলেছেন।

এদিকে শনিবার দল গঠন নিয়ে ক্লাবে বৈঠকে বসেছিলেন মহামেডান কর্মকর্তারা। নতুন ফুটবলার তুলে আনতে সিকিমে ট্রায়াল নিতে পারে মহমেডান।

আরও পড়ুন:দুঃস্থ মানুষদের পাশে মহারাজ, শুরু করলেন ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি

Previous articleকুণাল-রাজীবের বৈঠক নিয়ে বারবার কটাক্ষ কল্যাণের, প্রশ্ন, কেন?
Next articleকোভিশিল্ড নেওয়ার পর শরীরে আটকে যাচ্ছে ধাতু, প্রৌঢ়ের দাবি ঘিরে চাঞ্চল্য