উপলক্ষ্য জামাইষষ্ঠী: সরকারি কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন

সরকারি অফিসের কর্মী জামাইদের জন্য সুখবর দিল নবান্ন (Nabanna)। জামাইষষ্ঠী উপলক্ষ্যে ১৬ জুন সমস্ত সরকারি দফতরে পূর্ণদিবসের জন্য ছুটি থাকবে। নির্দেশিকা অনুযায়ী, বুধবার বন্ধ থাকবে রাজ্য সরকারি এবং সরকারি নিয়ন্ত্রণাধীন সমস্ত দফতর।

করোনা সংক্রমণে রাশ টানতে রাজ্যে জারি বিধিনিষেধ। বুধবার, থেকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একইসঙ্গে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলার কথাও নির্দেশিকা জানানো হয়। কিন্তু জামাইষষ্ঠী উপলক্ষে ছুটি থাকায় বুধবারের বদলে বৃহস্পতিবার থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস চালু হবে।

গত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীর দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। ২০১১ সাল থেকে তৃণমূল ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীতে হাফ ছুটি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর দুয়েক জামাইষষ্ঠীতে পুরো দিনই ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

Previous articleBSP-র ৯ বিধায়ক যোগ দিতে চলেছেন অখিলেশের দলে?
Next articleগ্রিন করিডোরে শিশুকন্যাকে হাসপাতালে স্থানান্তরিত করলেন ওসি সৌভিক