নারদ-মামলার শুনানি পিছিয়ে গেলো একমাস

হাই কোর্ট

কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে বৃহস্পতিবার বেশ কয়েকদিন পর নারদ মামলার শুনানি হলেও ফের মাসখানেক পিছিয়ে গেলো পরবর্তী শুনানি৷ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ আগস্ট৷

◾এদিন হাইকোর্টে CBI-এর তরফে রাজ্য, মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর হলফনামার জবাবি- হলফনামা পেশ করা হয়েছে৷

◾CBI-এর পেশ করা এই হলফনামায় কিছু অতিরিক্ত অভিযোগ করা হয়েছে৷ তার উত্তর দেওয়ার অনুমতি চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ৷

◾বৃহত্তর বেঞ্চের ধার্য করা ৫ হাজার টাকার জরিমানা রাজ্যের তরফে জমা করা হয়েছে বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল৷

◾মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর তরফেও জরিমানার অর্থ জমা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রীর আইনজীবী রাকেশ দ্বিবেদি৷

◾এদিন নিজের হয়ে সওয়ালে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, “গত ১৭ মে নিজাম প্যালেসে গিয়েছিলাম একজন আইনজীবী হিসেবে”। এদিন কল্যাণ প্রশ্ন তোলেন, যে মামলা সিঙ্গল বেঞ্চের বিচার্য, সেই মামলা কীভাবে ডিভিশন বেঞ্চ গ্রহণ করতে পারে ? ১৯ মে রায়দানের সময় যখন দুই বিচারপতি ভিন্নমত পোষন করলেন, তখন নিয়ম অনুযায়ী এই মামলা তৃতীয় কোন বিচারপতির কাছে পাঠানো উচিত ছিলো৷ যারা ডিভিশন বেঞ্চে থাকেন সেই বিচারপতিদের কেউ তৃতীয় বেঞ্চে থাকতে পারেন না। মামলাকারীর নাম CBI হলেই কি যে কোনও মামলায় হস্তক্ষেপ করতে পারেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ?”

◾এর পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ আগস্ট ৷

Previous articleশুভেন্দুকে নেতা মানতে নারাজ বিধায়করাই গরহাজির, প্রয়োজনে দল বদলেও তৈরি
Next articleতৃণমূলে ফেরানো যাবে না: প্রবীর ঘোষালের নামে কোন্নগরজুড়ে পোস্টার