একদিকে মৌসুমী বায়ু, সঙ্গে নিম্নচাপ । দুইয়ে মিলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার সারারাত কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টি হয়েছে। বুধবার সকালেও মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া সঙ্গে দু এক পশলা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন আবহাওয়ার পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।
আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম নদীয়ায়।
নদীয়া ও মুর্শিদাবাদ সহ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। বুধবার সারাদিন কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিমাংস, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আপাতত এখনই দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
