ইউরো কাপে ( Euro cup) হাঙ্গেরির ( Hungary )কাছে আটকে গেল ফ্রান্স( France )। ম্যাচের ফলাফল ১-১। ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন গ্রিজম্যান। শনিবারের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত লড়াই করল হাঙ্গেরি। ড্রয় করলেও ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই ফ্রান্স।

ম্যাচে এদিন শুরু থেকেই ফ্রান্সকে চেপে ধরে হাঙ্গেরি। বিশ্বচ্যাম্পিয়নদের কার্যত কালঘাম ছুটিয়ে দেয় তারা। পাল্টা আক্রমণে ঝাপায় এমব্যাপে, বেঞ্জিমারা। তবে হাঙ্গেরি ডিফেন্সে কাছে পরাস্ত হন তারা। তবে এরই মাঝে প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন অ্যাটিয়া ফিওলা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ফ্রান্স। একটি সহজ সুযোগ নষ্ট করেন বেঞ্জিমা। ম্যাচের ৬৬ মিনিটে ফ্রান্সের হয়ে সমতা ফেরান গ্রিজম্যান। এরপর আক্রমণেও গেলেও বারবার হাঙ্গেরির ডিফেন্সের কাছে পরাস্ত হন এমব্যাপেরা।

আরও পড়ুন:পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রয়াত মিলখা সিং এর শেষকৃত্য

