কবে খুলবে স্কুল-কলেজ? উত্তর কেন্দ্রের

অতিমারির জেরে দীর্ঘদিন থেকেই বন্ধ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অনলাইনেই চলছে ক্লাস। দীর্ঘদিন বদ্ধ থাকায় পড়ুয়াদের মনের উপর চাপ বাড়ছে। দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি? এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল। উত্তরে তিনি সাফ জানান, এখনই স্কুল খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ডঃ পাল জানান, স্কুল খোলার আগে অনেক বিষয় মাথায় রাখা উচিত। শিক্ষকদের ও পড়ুয়াদের করোনা ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টি দৈনিক অভ্যাসে পরিণত করতে হবে। সেইসঙ্গে তিনি বলেন, “এর আগে স্কুল খোলার পর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণের খোঁজ মিলেছিল। এমতাবস্থায় আমরা আমাদের শিশুদের এবং শিক্ষকদের পুণরায় বিপদে ফেলতে পারি না”। এ বিষয়ে সেরোপ্রিভেলেন্স তথ্য অত্যন্ত সহায়ক হতে পারে বলে মত ভিকে পালের।

 

Previous articleসপ্তাহে ৪ দিন কাজ, ছুটি মিলবে ৩ দিন! আসছে মোদি সরকারের নতুন নিয়ম
Next articleকেন বারবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কলকাতায়? রিপোর্ট তলব বিদ্যুত্‍মন্ত্রীর