Monday, August 25, 2025

‘পুর-ভোটে কং-বাম জোট নিয়ে কিছু বলার ক্ষমতা আমার নেই’, জানালেন অধীর

Date:

Share post:

একুশের নির্বাচনে খালি হাতে ফিরেছে কংগ্রেস (Congress) ৷ ISF-ইস্যুতেও কংগ্রেসের অন্দরে বিবাদ তুঙ্গে। বামেদের সঙ্গে জোটেও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের আপত্তি৷ ওদিকে রাজ্যের শতাধিক পুরসভায় ভোট আসন্ন৷

এই পরিস্থিতিতে কং-বাম জোটের ভবিষ্যৎ নিয়ে ধন্দে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir choudhury)। তাঁর বক্তব্য, “বিধানসভা ভোটে জোট করেই লড়াই করেছি। পুরভোটেও জোট হবে কি’না তা এখনও ঠিক হয়নি। জোট নিয়ে কিছু বলার ক্ষমতা আমার নেই।”
দলের হাই কম্যাণ্ড এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশের সাম্প্রতিক ধারনা, বাংলায় মোদি (Modi) তথা বিজেপিকে (BJP) রুখতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) ৷ বিধানসভা নির্বাচনে তা স্পষ্ট হয়েছে৷

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এমনই মনে করেন দৃঢ়ভাবে৷ এ কারণেই মোর্চার ‘কমিটেড’ ভোটও চলে গিয়েছে মমতার বাক্সে৷ তাই মমতা-বিরোধী জোট নিয়ে নতুন করে ভাবা দরকার৷
এই ধারণা সামনে আসতেই পুরভোটে জোট হিমঘরে চলে যাবে বলেই বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে জোট ধরে রাখতে এখনও আগ্রহী সিপিএম (CPIM)। পাশাপাশি অধীর অবশ্য বলেছেন, “বামেদের সঙ্গে জোট করার ফলেই ভরাডুবি হয়েছে, এমন কোনও বাস্তব তথ্যপ্রমাণ আমাদের হাতে নেই।”

আরও পড়ুন-যোগ দিবসে মোদি চালু করলেন mYoga অ্যাপ, বললেন, ‘One World, One Health’

প্রসঙ্গত, ২০১৬ সালে কং-বাম জোট হয়েছিলো৷ কিন্তু ভোটের পরই ডিভোর্স হয়ে যায়। ২০১৯-এর লোকসভা জোট হয়নি৷ একুশের বিধানসভা নির্বাচনে করেছিল বাম-কংগ্রেস জোট হয়। পরে সেই জোটে যোগ দেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। জোটের নাম দেওয়া হয় ‘‌সংযুক্ত মোর্চা’‌। ভোটে কংগ্রেস নির্মূল হওয়ার পর প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশের দাবি, আলিমুদ্দিনের সঙ্গে জোট করে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। জেলার নেতাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রদেশ নেতৃত্বকে। বামেদের সঙ্গে জোট নিয়ে কোনও কথা না বললেও ISF নিয়ে নিজের আপত্তির কথা একাধিকবার স্পষ্ট করেছেন অধীর চৌধুরি। তাঁর কথায়, “জোটে ISF ঢুকে পড়ায় প্রশ্নের মুখে পড়ে সংযুক্ত মোর্চার ভাবমূর্তি৷” ISF-কে জোটে আনে সিপিএম৷ অধীরের এই কথায় কাঠগড়ায় তোলা হয়েছে আলিমুদ্দিনকেই৷ অধীরের মন্তব্য, “দলের নেতা-কর্মীদের মতামত নিয়েই বামেদের সঙ্গে জোট হয়েছে। কিন্তু সেই জোট নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার কারণ এর মাঝখানে ISF-এর ঢুকে পড়া৷ জোটের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। তাই পুরভোটে ফের জোট করতে হলে নতুন করে সব প্রশ্নের সমাধান দরকার।”

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...