রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

Omicron's group infection in the country

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে আরও কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা নেমে এলো দুই হাজারের নিচে। পাল্লা দিয়ে কমল মৃত্যুও।

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫২ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৮৫ হাজার ৪৩৮। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ০৩৭ জন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ২২,৫০৮ জন। সুস্থতার হার ৯৭.৩১। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের।

স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ১৭২। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ১১ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এলো দুশো-তে। একদিনে ২০৭ জন আক্রান্ত হয়েছেন এবং ১৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন- ম‍্যাচের পঞ্চম দিনের শুরুতেই বড়সড় কাণ্ড করে বসলেন বুমরাহ, পরে অবশ‍্য শুধরে নিলেন তিনি

Previous articleম‍্যাচের পঞ্চম দিনের শুরুতেই বড়সড় কাণ্ড করে বসলেন বুমরাহ, পরে অবশ‍্য শুধরে নিলেন তিনি
Next articleকরোনা মোকাবিলায় ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন! বলছে সমীক্ষা