ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ২৮২ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫২,৩০৬.০৮ (⬇️ -০.৫৪%)

🔹নিফটি ১৫,৬৮৬.৯৫ (⬇️ -০.৫৪%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৫২ হাজারের গণ্ডি পেরিয়েছিল শেয়ারবাজার। তবে বুধবার ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ২৮২ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -২৮২.৬৩ পয়েন্ট বা -০.৫৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫২,৩০৬.০৮। এনএসই নিফটি (NSE Nifty) -৮৫.৮০ পয়েন্ট বা -০.৫৪ শতাংশ নেমে হয়েছে ১৫,৬৮৬.৯৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

 

Previous articleনন্দীগ্রাম-মামলার এজলাস বদলের দাবিতে এবার আইনি পথে মুখ্যমন্ত্রীর আইনজীবী
Next articleরোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন হাসিনা