করোনাকালে দেশের প্রায় সব রাজ্য মাধ্যমিক(madhyamik) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা(higher secondary exam) বাতিলের পথে হেঁটেছে। একাধিক রাজ্য ইতিমধ্যেই ঘোষণা করেছে কোন পদ্ধতিতে কবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। তবে বহু রাজ্য এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা জারি করেনি। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের বিষয়ে হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। বৃহস্পতিবার আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সমস্ত রাজ্যকে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করতে হবে।

সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলাফল সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতে বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দশম ও একাদশ শ্রেণীর ফলাফলের প্রেক্ষিতে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করা হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশের সকল রাজ্য বোর্ডকে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোন পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করা হবে তা ঠিক করার জন্য রাজ্যগুলিকে ১০দিন সময় দেওয়া হলো। কীভাবে মূল্যায়ন হবে তা ঠিক করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে সমস্ত বোর্ডকে। সিবিএসই বোর্ডও আদালতকে জানিয়েছিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করবে। এই পথে হেঁটে এবার দেশের সকল রাজ্যকে ৩১ জুলাইয়ের সময়সীমা বেঁধে দেওয়া হল আদালতের তরফে।

আরও পড়ুন:নিউ ওয়েজ কোড: ছুটি, বেতন, PF এবং গ্র্যাচুয়টিতে পরিবর্তন আনছে মোদি সরকার

উল্লেখ্য, ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কীভাবে হবে, সে বিষয়ে জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তিনি জানিয়েছেন, ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখে চারটি বিষয় থেকে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণিতে লিখিত নম্বরের ৬০ শতাংশ, দ্বাদশের প্রজেক্ট ২০ নম্বর বা প্র্যাকটিকালের ৩০ নম্বরের গড় হিসাব করে দ্বাদশ শ্রেণির ফলাফল তৈরি হবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন জুলাই মাসের শেষেই উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে দেওয়া হবে।

