পৃথক রাজ্যের দাবি : বিজেপি বিধায়ক শিখা    চট্টোপাধ্যায়ের নামে এফআইআর 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলছেন অনেকেই। পৃথক উত্তরবঙ্গ রাজ্য দাবি নিয়ে ডাবগ্ৰাম- ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের  বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায়। শিখা চট্টোপাধ্যাায় বলেন , আগাগোড়াই উত্তরবঙ্গ বঞ্চিত । সেখানে তেমন উন্নয়ন হয়নি । যদি উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয় তবে কি ক্ষতি হবে? সেই মন্তব্যকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায়। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় এফ আই আর দায়ের করা হয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নামে । ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, গৌতম দেব উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গে প্রচুর উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়নি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আমরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে । তাই আজকে আমরা ওনার বিরুদ্ধে থানায় এফআইআর করলাম।

Previous articleটাকা দিয়ে অনলাইনে মদ অর্ডার করে প্রতারিত হলেন শাবনা আজমি
Next articleকালিয়াচক হত্যাকাণ্ড :  ইন্টারনেট ঘেঁটে সুড়ঙ্গ তৈরি করেছিল আসিফ