নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন শফিউদ্দিন

খায়রুল আলম, ঢাকা

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁকে Rank Badge পরিয়ে দেন নৌবাহিনী প্রধান (Neval Cheif ) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান ( Airforce Chief) এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। নতুন সেনাপ্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্স-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- বিশ্বের সবথেকে বেশি সোনা মজুদ কোন ব্যাঙ্কে?

Previous articleবিশ্বের সবথেকে বেশি সোনা মজুদ কোন ব্যাঙ্কে?
Next articleজম্মু-কাশ্মীর : উপত্যকার নেতাদের সঙ্গে মোদির বৈঠক, নির্বাচনে রাজি সকলেই