পিছিয়ে পড়া মানুষের পাশে হুগলি প্রেসক্লাব

গত বছর থেকে শুরু হওয়া কোভিড পরিস্থিতি অব্যাহত। এই অবস্থায় কখনও লকডাউন (Lockdown), কখনও কড়া বিধিনিষেধের জেরে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সমাজের বিভিন্ন স্তরে। দেশের আর্থ-সামাজিক পরিস্থিতিরই ব্যাপক পরিবর্তন ঘটেছে। এহেন অবস্থায় অর্থনৈতিক সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়াল হুগলি প্রেস ক্লাব (Hooghly Press Club)।

আরও পড়ুন-‘বানের জলে ভেসে আসা নেতারা তৃণমূলে ফিরে যাক’, রবি সকালে পোস্ট বাবুলের

শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিগত দিনেও একাধিকবার এই কর্মসুচি আয়োজিত হয়েছে। জেলার সাংবাদিকরা নিজেদের উদ্যোগে অর্থনৈতিক দিকে থেকে পিছিয়ে পরা মানুষদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রেস ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর থানার আধিকারিক দিব্যেন্দু দাস (Dibyendu Das), লাইফ ইনসিওরেন্স পাইওনিয়ার সংস্থার পক্ষে চিন্ময় দাস (Chinmoy Das), শিল্পী সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী কাবুল মুখোপাধ্যায়-সহ বিশিষ্টরা। হুগলি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরুণ মুখোপাধ্যায় (Tarun Mukherjee) বলেন, “আমরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর”।

 

Previous articleওয়েলসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে শেষ আটে ডেনমার্ক
Next articleরেল লাইনের ধার থেকে উদ্ধার কুখ্যাত দুষ্কৃতীর গুলিবিদ্ধ দেহ, চাঞ্চল্য এলাকায়