উত্তরপ্রদেশ ভোট: বিজেপির স্বস্তি, বিরোধী শিবির ছত্রভঙ্গ?

বিরোধী শিবিরের জন্য ধাক্কা এবং কিছুটা হলেও স্বস্তি বিজেপির (bjp)। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নির্বাচনে কোনও জোট না করে একাই লড়বেন বলে জানিয়ে দিলেন বিএসপি (bsp) নেত্রী মায়াবতী (mayavati)। একইসঙ্গে তাঁর ঘোষণা, উত্তরাখণ্ড নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজ পার্টি। এমনিতেই উত্তরপ্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টির (sp) সঙ্গে বিএসপির জোট হবে না বলে রাজনৈতিক মহলে জল্পনা ছিলই। মায়াবতী তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গেরুয়া শিবিরের সুবিধা করে দিচ্ছেন, এই অভিযোগে কদিন আগে একাধিক বিএসপি বিধায়ক দল ছাড়তে চেয়ে যোগাযোগ করেন সমাজবাদী পার্টির নেতৃত্বের সঙ্গে। আর এবার সব জল্পনা সত্যি করে রবিবাসরীয় সকালে মায়াবতী নিজেই টুইট করে জানালেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড নির্বাচনে বিএসপি কোনও জোটে না গিয়ে একাই লড়বে। যদিও পাঞ্জাবের বিধানসভা ভোটে শিরোমণি আকালি দলের সঙ্গে জোট করবেন বলে আগেই ঘোষণা করেছিলেন তিনি।

প্রসঙ্গত সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও এবারের উত্তরপ্রদেশ ভোটে “বুয়া-ভাতিজা” জোটের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। উল্টে তিনি জানান, বিএসপির কয়েকজন নেতা তাঁর দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে শুধু বিএসপি নয়, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও কোনও লাভ হয়নি বলে মনে করেন অখিলেশ। তাই এবার কংগ্রেসের সঙ্গেও ফের জোট বাঁধার কোনও পরিকল্পনা নেই সমাজবাদী পার্টির। ফলে লোকসভায় যে মোদি বিরোধী শক্তিগুলির একজোট হওয়ার কথা, উত্তরপ্রদেশ নির্বাচনের আগেই তারা আলাদা লড়ার কথা বলায় বিরোধী জোট বড় ধাক্কা খেল। প্রকারান্তরে সুবিধা হয়ে গেল চাপে থাকা যোগী সরকারের।

আরও পড়ুন:জুলাইয়েই ভারতের বাজারে আসতে চলেছে Johnson & Johnson-এর টিকা, কতটা সুরক্ষিত?