বিজেপির ভুয়ো পরিষদীয় সচিবকে নিয়ে নয়া বিতর্কে শুভেন্দু অধিকারী

সারদা-নারদা-ত্রিপল চুরি বিতর্কের পর আর এক বিতর্কে শুভেন্দু অধিকারী। দেবাঞ্জনকাণ্ডে সরকারকে বিপদে ফেলতে গিয়ে এবার বিরোধী দলনেতাই বিপাকে। অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তির সঙ্গে জড়িয়েছে শুভেন্দু অধিকারীর নাম। অর্ণবকান্তি নিজেকে শুভেন্দু অধিকারীর সচিব বলে পরিচয় দিচ্ছেন, সঙ্গে বলছেন বিজেপির পরিষদীয় সচিব। এ নিয়ে অনুসন্ধান শুরু হতেই সোশ্যাল মিডিয়া থেকে অর্ণব মুছে দেন নামের পাশের অলঙ্কারগুলি।

কে এই অর্ণবকান্তি দাস? বিজেপি মহলে খবর অর্ণব মুকুল রায় ঘনিষ্ঠ। রাজ্য দফতরে অবাধ যাতায়াত ছিল। বিধানসভা ভোটে দলের কাজকর্মও দেখাশোনা করেন। অভিযোগ, ‘চৌকিদার অর্ণবকান্তি দাস’ ফেসবুকে বিজেপি পরিষদীয় দলের সচিব আবার হোয়াটসঅ্যাপের অ্যাবাউটে বিরোধী দলনেতার সচিব। তবে অনুসন্ধান শুরু হতেই সেসব গায়েব। স্ক্রিন শট দিয়ে বিরোধী দলনেতার কাছে সত্যতা যাচাই করতে চাইলেও পালটা কোনও উত্তর মেলেনি। অন্যদিকে অর্ণবকান্তি সব অলঙ্কার মুছে এখন শুধু বিজেপি আর চৌকিদার অর্ণবকান্তি দাস। বিজেপির বক্তব্য, অর্ণবকান্তিকে কোনওদিন কোনও কাজ বা সংগঠনের কোনও দায়িত্ব দেওয়া হয়নি। দলের মুখ্য সচেতক মনোজ টিগগাও জানাচ্ছেন, তিনি কিছু জানেন না। খবর নেবেন। কথা বলবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আর অর্ণবকান্তি বলছেন, তিনি নাকি কোনও ভুল ধারণা থেকে এমনটা করেছেন! কোনও অসৎ উদ্দেশ্য ছিল না! শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, শুভেন্দুর নাম জড়িয়ে এই রটনা ঠিক নয়।

Previous articleহ্যাজার্ডের গোল ছিটকে দিল পর্তুগালকে, ইউরোকে চিরবিদায় কিংবদন্তি রোনাল্ডোর
Next articleকমলা ঢেউ হারিয়ে “চেক মেট” ডাচ! ইউরো থেকে ছিটকে গেলো নেদারল্যান্ডস