Wednesday, May 7, 2025

রাজ্যে উন্নয়নের নতুন মডেল নিয়ে ঝাড়গ্রামে কী বললেন কুণাল?

Date:

Share post:

সময়ের দাবি মেনে উন্নয়নের মডেলকে আরও আধুনিকীকরণের পথে হাঁটছে তৃণমূল (Tmc) সরকার। ঝাড়গ্রামের (Jhargram) নয়াগ্রামে দ্বারিকাপল্লি শিক্ষায়তনের নবরূপের উদ্বোধনে গিয়ে এ কথা জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পরিকাঠামো উন্নয়নের জন্য তাঁর MP LAD থেকে পাঠানো ১০ লক্ষ টাকায় বড় ক্লাসরুম, সিঁড়ি ইত্যাদি তৈরি হয়েছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। কোভিডবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda), অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra), এসডিপিও (Sdpo) প্রদীপ সরদার, বিডিও ঋতুপর্ণা চট্টোপাধ্যায়, দুই জেলার কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, উজ্জ্বল দত্ত, ওসি প্রসূন মিত্র, বিধায়ক দুলাল মুর্মূ প্রমুখ। স্থানীয় ছাত্র রাহুল তার আঁকা ছবি উপহার দেয়।

আরও পড়ুন-বার কাউন্সিলকে তৃণমূলের অফিস বানানো হয়েছে, পাল্টা অভিযোগ চার সদস্যের

বাম জমানায় জঙ্গলমহল বলতেই ছিল আতঙ্কের পরিবেশ। স্থানীয় বাসিন্দারা ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। রাজ্যে পালাবদলের পরে তৃণমূল ক্ষমতায় আসায় গত ১০ বছরে ধীরে ধীরে উন্নয়ন হয়েছে জঙ্গলমহলের। মাওবাদী আতঙ্ক অতীত। উল্টে রাস্তাঘাট, জল, আলো ইত্যাদি পরিষেবা পৌঁছেছে প্রত্যন্ত অঞ্চলে। বিনামূল্যে রেশন, কন্যাশ্রীর মতো সরকারি প্রকল্পের সুবিধা পান স্থানীয় বাসিন্দারা। পর্যটকের আনাগোনা বহুগুণ বেড়েছে। বিপুল উন্নয়নের জন্য মানুষ এবার তৃণমূলের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন। তাহলে এবার কী? কাজ তো থমকে যেতে পারে না। এবার সময়ের দাবি মেনে উন্নয়নের নতুন চ্যালেঞ্জ তৃতীয় তৃণমূল সরকারের সামনে। সেই মতোই এলাকায় ক্ষুদ্র-কুটির শিল্পে কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সবার হাতে যাতে কাজ থাকে সেই বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এই জন্য জোর দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর কাজের উপর। জঙ্গলমহলের বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেই সম্পদকে অটুট রেখে, তাকে ভিত্তি করেই স্বনির্ভরতার পথে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে চিন্তাভাবনা চলছে উন্নয়নের নয়া মডেল নিয়ে মন্ত্রী, বিধায়ক ও বিডিওর সঙ্গে এদিন আলোচনা করেন কুণাল। তার এই উদ্যোগকে খুশি স্থানীয় বাসিন্দারা। যাওয়ার পথে নয়াগ্রামে বারবার ধামসামাদল নিয়ে বাসিন্দারা স্বাগত জানান তাঁদের। ঝাড়গ্রামের মানুষের আতিথিয়তায় তিনি আপ্লুত- জানান কুণাল ঘোষ।

 

spot_img

Related articles

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...