Wednesday, December 24, 2025

ভুয়ো টিকাকাণ্ডে দু’দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে জবাব চাইল কেন্দ্র

Date:

Share post:

রাজ্যে ভুয়ো টিকাকরণ কাণ্ডে(fake vaccination) শুভেন্দুর চিঠির পর বুধবার এই ইস্যুতে রাজ্য সরকারকে কড়া চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(health ministry)। আগামী দু’দিনের মধ্যে ভুয়ো টিকা কাণ্ডের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে(chief secretary) গোটা ঘটনার বিস্তারিত জবাব চেয়ে এই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে ভুয়ো টিকাকরণ কাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যমন্ত্রককে দেওয়া চিঠিতে শুভেন্দু লেখেন, ‘ভোটার স্লিপের মতো টিকার কুপন দেওয়া হচ্ছে শাসকদলের তরফে। ওই টিকা শিবির থেকে যাঁরা আধার কার্ড দেখিয়ে টিকা নিয়েছেন, তাঁরা কেউই টিকার শংসাপত্র পাননি। শুধু কসবা-ই নয়, এ ধরনের শিবির চালানো হয়েছিল আমহার্স্ট স্ট্রিট, সোনারপুরেও। যেখানে কয়েকশো মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর এ সবই হয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশের নজরদারিতে।’

আরও পড়ুন:কোভিড বিধি মেনে খুলে দেওয়া হলো জিম করবেট ন্যাশনাল পার্ক 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে শুভেন্দু আরও লেখেন, ‘ধৃত দাবি করেছেন, তিনি কোভিশিল্ডের টিকা দিয়েছেন সাধারণ মানুষকে। যদি সেটাই হয়ে থাকে তাহলে উনি এত টিকা পেলেন কোথায়? তাহলে কি সরকারি আধিকারিকদের নাকের ডগা দিয়েই এসব চলছে। আর যদি সেগুলি টিকা না হয়ে থাকে, তাহলে কী? দিনের পর দিন একজন কীভাবে প্রশাসনের চোখ এড়িয়ে এসব করছে। তার তদন্ত হওয়া দরকার। না হলে সাধারণ মানুষের ভরসা উঠে যাবে কেন্দ্রীয় সরকারের টিকাকরণের এই উদ্যোগের উপর থেকে।’ শুভেন্দুর এই চিঠির পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর প্রেক্ষিতে বুধবার রাজ্য সরকারকে চিঠি দিয়ে আগামী দু’দিনের মধ্যে গোটা ঘটনার জবাবদিহি করা হল কেন্দ্রের তরফে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

 

spot_img

Related articles

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে...

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...