নারদ-মামলা : হলফনামা গ্রহণ করার সঙ্গেই মুখ্যমন্ত্রীকে ৫ হাজার টাকা জরিমানা বৃহত্তর বেঞ্চের

নারদ-মামলায় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী ও রাজ্য সরকারের দাখিল করা হলফনামা গ্রহণ করার পাশাপাশি বুধবার এই তিন পক্ষকেই ৫ হাজার টাকা করে জরিমানা করেছে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ৷ নির্দেশে বলা হয়েছে, জরিমানার অর্থ রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটিকে জমা দিতে হবে।

একইসঙ্গে বৃহত্তর বেঞ্চ জানিয়েছে, মুখ্যমন্ত্রী-সহ ৩ পক্ষ হলফনামা পেশ করার ১০ দিনের মধ্যে ইচ্ছা করলে CBI জবাবি-হলফনামা দাখিল করতে পারবে৷

এদিন নারদ-মামলায় বৃহত্তর বেঞ্চের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের তরফে ৩৪ পাতার একটি রিপোর্ট পেশ করা হয়েছে৷ ওই রিপোর্টে বলা হয়েছে গত ১৭ মে, চার নেতা- মন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে কিছু এলাকায় বিক্ষোভ হলেও নিজাম প্যালেসের CBI দফতরের সামনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলো৷ সেখানে কোন কোন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন, তা জানানো হয়েছে এবং দাখিল করা হয়েছে ভিডিও-ফুটেজও৷ ওই ফুটেছে দেখানো হয়েছে সেদিন নিজাম প্যালেস থেকে CBI অফিসাররা যখন চার্জশিট পেশ করতে আদালতে যাচ্ছিলেন, তখন পরিস্থিতি শান্ত ছিলো৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্য সরকার আগেই হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নিজেদের হলফনামা পেশ করেছেন৷ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামাগুলি জমা না পড়ায় বৃহত্তর বেঞ্চ এগুলি মামলার নথির সঙ্গে সংযুক্ত করলেও তিন পক্ষকে এ বিষয়ে সওয়ালের অনুমতি দেয়নি৷ বৃহত্তর বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতের দ্বারস্থ হন৷ গত শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি বিনীত সারিন ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্যের ওই আবেদন হাইকোর্টেই পাঠিয়ে দেয় বিবেচনার জন্য৷ শীর্ষ আদালত জানায়, হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্য সরকার, তিন পক্ষকেই নতুন করে আবেদন পেশ করে জানাতে হবে, ‘ইতিমধ্যেই দাখিল করা আমাদের হলফনামা গ্রহণ করা হোক৷’

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত সোমবার হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নির্দিষ্ট আবেদন পেশ করেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী৷ মঙ্গলবার নারদ-মামলায় ওই আবেদনের শুনানি হয় পাঁচ বিচারপতির বেঞ্চে৷

বুধবার বৃহত্তর বেঞ্চ এই শুনানির রায় ঘোষণা করে জানিয়েছে, নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং রাজ্য সরকারের হলফনামা গ্রহণ করা হচ্ছে। এবং এর পাল্টা হিসাবে CBI-ও হলফনামা জমা দিতে পারবে৷ এজন্য CBI-কে ১০ দিন সময় দিয়েছে হাইকোর্টের বৃহত্তর এজলাস৷

আরও পড়ুন:স্লোগান গিয়েছে আগেই, এবার উত্তরপ্রদেশমুখী ‘খেলা হবে’ চাল

 

Previous articleচোটের কারণে উইম্বলডন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস
Next articleসংস্থার গোপন খবর জেনে শেয়ারবাজারের লেনদেন আটকাতে তৎপর সেবি