ভারত থেকে দেশে আসা যাবে সপ্তাহে ৩ দিন

খায়রুল আলম , ঢাকা

ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা ( Bangladeshi Citizen ) অনুমোদিত স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিনদিন তথা রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর ( Health Department)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের দৈনিক করোনা বুলেটিনে ( Corona Bulletin ) অধিদফতরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র ( Line Director & Spokesman ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত (বেনাপোল Benapole ) আখাউড়া (Akahura) , হিলি (Hili), সোনামসজিদ (Sonamosjid ), দর্শনা ( Darshana ) ও বুড়িমারী ( Burimari) স্থলবন্দরগুলো দিয়ে সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আরও পড়ুন- বিজেপির পুরসভা অভিযানের অনুমতি দিল না পুলিশ, ঘেরাও নিয়ে অনড় দিলীপ

Previous articleউত্তরপ্রদেশে বিজেপিই ফিরবে, কনফিডেন্ট যোগীর পাল্টা জবাব ওয়েইসিকে
Next articleনিজের তৈরি রাগ চুরির অভিযোগ তুললেন কবীর সুমন