বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ বিধানসভায়

বিধানসভা ভবন

বিধানসভায় (Assembly) পাশ হল বিধান পরিষদের গঠনের প্রস্তাব। মঙ্গলবার, ২৬৫ জন বিধায়ক ভোটাভুটিতে অংশ নেন। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৯৬ টি আর বিপক্ষে ৬৯ টি।

নির্বাচনের আগেই ক্ষমতায় আসার পরে বিধান পরিষদ গঠন হবে বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই এই পরিষদ গঠন করা হল।

আরও পড়ুন-ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, দেবাঞ্জনের বাড়ি থেকে উদ্ধার “BJP-CBI সংক্রান্ত নথি”!

২০১১ সাল থেকেই বিধান পরিষদ (Legislative Assembly) গঠনের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এ নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছে। একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল পেশ করা হবে। কথা রাখলেন মমতা। ১৭ মে মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত পাশ হয়। এবার বিধানসভায় প্রস্তাব পাশ করা হল।