রোজগারহীন বাসকর্মীদের পাশে তৃণমূল বিধায়ক

রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম। রাস্তায় বাস নামাতে রাজি নয় মালিকপক্ষ। এই পরিস্থিতিতে অত্যন্ত সমস্যায় পড়েছে বেসরকারি বাসের চালক-কন্ডাক্টাররা। এবার তাঁদের পাশে এসে দাঁড়াল হুগলি (Hoogli) চুঁচুড়া মগড়া ব্লক মহিলা কংগ্রেস। ছিলেন চুঁচুড়ার বিধায়কও। বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder) খাদিনা মোড় তৃণমূল কংগ্রেসের (Tmc) কার্যালয় থেকে কয়েকশো বাস চালকের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেন।

৯৭ জন বাস চালক ও কন্ডাক্টরকে মোট ২১ রকম খাদ্যসামগ্রী দেওয়া হয়। এই ত্রাণ পেয়ে খুশি তারা বিধায়ক জানান রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে কিন্তু রোজগার বন্ধ থাকায় বাসকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে সেই কারণেই অতিরিক্ত কিছু সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হল।

আরও পড়ুন:সৌমিত্রকে “পাগল-জোকার-অর্বাচীন” কটাক্ষ দিলীপের, কড়া বার্তা অমৃতাকেও

 

Previous articleসৌমিত্রকে “পাগল-জোকার-অর্বাচীন” কটাক্ষ দিলীপের, কড়া বার্তা অমৃতাকেও
Next articleসঠিক সময়ে মিলছে না পেনশন, মোদিকে চিঠি বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত কর্মীদের