নবরূপে ‘জাগো বাংলা’: টুইটে কী নতুন ইঙ্গিতের চমক দিলেন অভিষেক?

সাধারণত রাজনৈতিক বা বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়েই টুইট (Twitte) করেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এবার তিনি টুইট করলেন, জাগো বাংলার নবরূপের খবর জানিয়ে। কী চমকের কথা লিখলেন তৃণমূল সাংসদ! শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন,

“জগো বাংলা প্রতিষ্ঠার পর থেকে বাংলার মানুষের সঙ্গে একাত্ম হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শ পৌঁছে দিয়ে রাজ্যের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
জাগো বাংলা নতুন আঙ্গিকে আসছে, নবরূপ দেখার জন্য সঙ্গে থাকুন। #NaboRupeJagoBangla”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ট্যুইটের পর জাগো বাংলা নতুন রূপ দেখার জন্য উৎসাহী পাঠকরা।

আরও পড়ুন:পেট্রোপণ্যের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভে নামল তৃণমূল

 

Previous articleপেট্রোপণ্যের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভে নামল তৃণমূল
Next articleউত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাতেও পৌঁছে গেল ডেল্টা প্লাস প্রজাতি, ৯০ জনের দেহে মিলল সংক্রমণ