মারাকানায় কোপা আমেরিকা( Copa America) চ্যাম্পিয়ন হয়ে ২৮ বছরের শাপমুক্তি ঘটেছে আর্জেন্তিনার( Argentina)। রবিবার ভোরে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে লাতিন আমেরিকার সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে লিওনেল স্কালোনির দল। ফাইনালে দলকে জয় এনে দিতে পেরে আবেগে ভাসলেন ডি মারিয়া। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ডি মারিয়া বলেন, এই দিনটি মেসিরই ছিল। ম্যাচের আগেই মেসি বলেছিলেন যে, আজকের রাতটা লিওর হতে চলেছে।

ম্যাচের সেরা হয়ে এদিন ডি মারিয়া বলেন,” এই মুহূর্ত কোনওদিন ভুলতে পারব না। মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমিও পাল্টা ওকে জড়িয়ে ধরেছি। ফাইনালের আগেই বলেছিল আজকের রাতটা আমার হতে চলেছে।”

ক্লাবস্তরে অনেক সাফল্য পেলেও, দেশের জার্সির এতদিন কোন ট্রফির স্বাদ পাননি মেসি। রবিবার কোপার ট্রফি হাতে পেয়ে আন্তর্জাতিক সাফল্যের স্বাদ পেলেন এলএমটেন।

আরও পড়ুন:ডি মারিয়ার একমাত্র গোলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

