শ্যামাপ্রসাদ কলেজে ছাত্র সংঘর্ষ। ক্যাম্পাস থেকে সংঘর্ষ গড়াল ভবানীপুর থানা চত্বরে। থানার সামনে হল দেদার ইটবৃষ্টি। ইটের আঘাতে গুরুতর জখম ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি রাজীব সাহু। মাথা ফেটে গিয়েছে তাঁর। এসএসকেএমে ভর্তি আছেন ওই পুলিশ অফিসার। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৫।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল কর্মসূচি ছিল টিএমসিপি-র। সেই কর্মসূচির পর রাত ৮টা নাগাদ সংঘর্ষ শুরু হয়। থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে ফের শুরু হয় মারামারি। সেই গণ্ডগোল থামাতে গিয়ে আহত হন ওই পুলিশ অফিসার ।
