বিশ্ববাংলার গামছা জড়িয়ে রথের রশি টানলেন পুরীর সেবায়েতরা

বিশ্ববাংলার লোগো লাগানো গামছা গায়ে জড়িয়ে রথের রশি টানলেন মন্দিরের পুরোহিত,সেবায়েতরা। কুরিয়ারের মাধ্যমে এই গামছা পৌঁছে যায় মন্দির কর্তৃপক্ষের কাছে।আজ, রথযাত্রার দিনে এই গামছাগুলি জড়িয়ে পুরোহিত,সেবায়েত থেকে শুরু করে অনান্য কর্মীরাও রথ টানে।

জানা গেছে, কোভিড বিধি নিষেধ মেনে মাত্র ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী নিয়ে রথযাত্রার  অনুষ্ঠান হয়। যাঁরাই আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের সকলেই বিশ্ববাংলার এই গামছা গায়ে চড়িয়ে রথ টানেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্পকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতেই এই বিশ্ববাংলা ব্র্যান্ডের সূচনা করেন। সেইমতো পুরীর রথযাত্রায় পুরোহিত থেকে সেবায়েত সকলের গায়ে এই লোগো লাগানো গামছার মাধ্যমে সারা বিশ্বের বহু মানুষের কাছে বাংলার এই শিল্প পৌঁছে যাবে বলে আশা করা যায়।

করোনা আবহে যদিও এবারের রথযাত্রা অনুষ্ঠান দর্শকশূন্য। তবে টেলিভিশনের সম্প্রচারের মাধ্যমে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান দেখা যাবে। আর তাতেই বাড়বে বাংলার গরিমা।

Previous articleমেহবুবা মুফতির মুখেও এবার ‘খেলা হবে’ স্লোগান! কীসের ইঙ্গিত?
Next articleশেষপর্যন্ত বেঞ্চ বদল হল নন্দীগ্রাম ভোট মামলার