করোনা পরিস্থিতিতে লরিতে চেপে মাসিরবাড়ি গেলেন মদনমোহন

করোনা পরিস্থিতিতে লরিতে চেপে মাসিরবাড়ি গেলেন মদনমোহন
করোনা পরিস্থিতিতে লরিতে চেপে মাসিরবাড়ি গেলেন মদনমোহন

রথে নয়, এ বছরও লরিতে চেপে মাসির বাড়ি গেলেন মদনমোহন। করোনা পরিস্থিতিতে ভক্তদের ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

লরিকেই কাট-আউট ফেস্টুন দিয়ে রথের মত সাজিয়ে তোলা হয়েছে৷ দুটি কাঠের ঘোড়াও সাজিয়ে রাখা হয়েছে রথের সামনে। তাতে চেপেই মাসিবাড়ি ডাঙ্গরাই মন্দিরে গেলেন কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন। আজ, সোমবার বিকেল ৫ টায় এই রথের আদলে তৈরি গাড়িটি ঠাকুরকে নিয়ে রওনা হয় মদনমোহন মন্দির থেকে গুঞ্জবাড়ি ডাঙ্গরাই মন্দিরের উদ্দেশ্যে৷

আরও পড়ুন-বিশ্ববাংলার গামছা জড়িয়ে রথের রশি টানলেন পুরীর সেবায়েতরা

দেবোত্তর ট্রাস্ট বোর্ড সভাপতি জেলাশাসক পবন কাদিয়ান এই রথযাত্রার সূচনা করেন। জেলাশাসক বলেন, সব নিয়ম মেনে রথযাত্রা অনুষ্ঠান হয়েছে। জেলাশাসক নিজেও পায়ে হেটে গুঞ্জবাড়িতে যান। বিশ্বসিংহ রোডের দুপাশে ভিড় করেন ভক্তরা। ১৮৮৯ সালে মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ন। এরপর থেকে এই মন্দিরে রথযাত্রার অনুষ্ঠান হয়।

 

Previous articleগ্রেটার নেতা অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল বিধায়কের! বাড়ছে জল্পনা
Next articleআগামী ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী