Wednesday, November 5, 2025

কৃষি আইন বাতিলের দাবিতে যন্তরমন্তরে কেন্দ্রবিরোধী কৃষক বিক্ষোভ 

Date:

Share post:

সংসদে বাদল অধিবেশন (monsoon session of parliament) চলাকালীন দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় কৃষি আইনের (farmers law) বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনকারী কৃষকরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশন চলাকালীন প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলবে। সংযুক্ত কিসান মোর্চা-সহ একাধিক কৃষক সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর যন্তর মন্তরে কোভিডবিধি মেনে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকেই কর্মসূচি শুরু করে দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ প্রতিহত করতে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে। গত বছরের লালকেল্লার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্ক দিল্লি পুলিস। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যে যন্তরমন্তরের সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেছেন দিল্লি পুলিসের স্পেশ্যাল সিপি (ক্রাইম) সতীশ গোলচা এবং জয়েন্ট সিপি যশপাল সিং। ভোর থেকেই রাজধানীর নানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল বাহিনী। আঁটোসাটো নিরাপত্তা ও নজরদারি চলে টিকরি, সিঙ্ঘু সীমানায়। বিকেইউ নেতা রাকেশ টিকায়েত বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য উত্তরপ্রদেশ। সেখানে বিজেপিকে পর্যুদস্ত করাই আমাদের লক্ষ্য। এদিকে এদিন কংগ্রেস সংসদীয় দলের পক্ষ থেকেও কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, অধীর চৌধুরী, গৌরব গগৈ সহ নেতারা এই বিক্ষোভে নেতৃত্ব দেন।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...