Monday, August 25, 2025

কৃষি আইন বাতিলের দাবিতে যন্তরমন্তরে কেন্দ্রবিরোধী কৃষক বিক্ষোভ 

Date:

Share post:

সংসদে বাদল অধিবেশন (monsoon session of parliament) চলাকালীন দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় কৃষি আইনের (farmers law) বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনকারী কৃষকরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবেশন চলাকালীন প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলবে। সংযুক্ত কিসান মোর্চা-সহ একাধিক কৃষক সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর যন্তর মন্তরে কোভিডবিধি মেনে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকেই কর্মসূচি শুরু করে দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ প্রতিহত করতে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে। গত বছরের লালকেল্লার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্ক দিল্লি পুলিস। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ইতিমধ্যে যন্তরমন্তরের সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখেছেন দিল্লি পুলিসের স্পেশ্যাল সিপি (ক্রাইম) সতীশ গোলচা এবং জয়েন্ট সিপি যশপাল সিং। ভোর থেকেই রাজধানীর নানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল বাহিনী। আঁটোসাটো নিরাপত্তা ও নজরদারি চলে টিকরি, সিঙ্ঘু সীমানায়। বিকেইউ নেতা রাকেশ টিকায়েত বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য উত্তরপ্রদেশ। সেখানে বিজেপিকে পর্যুদস্ত করাই আমাদের লক্ষ্য। এদিকে এদিন কংগ্রেস সংসদীয় দলের পক্ষ থেকেও কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, অধীর চৌধুরী, গৌরব গগৈ সহ নেতারা এই বিক্ষোভে নেতৃত্ব দেন।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...