ভবানীপুরে গ্রেফতার ভুয়ো ফুড ইন্সপেক্টর

ভুয়ো IAS, CID-এর পর এবার পুলিশের জালে ভুয়ো ফুড ইন্সপেক্টর (Fake Food Inspector)। খবর পেয়ে বেশকিছু ধরেই এই জালিয়াতকে হাতেনাতে ধরার জন্য জাল পেতে ছিলো পুলিশ। অবশেষে স্বপন সমাদ্দার নামের ওই প্রতারককে জগুবাবুর বাজার (Jagubabur Bazar) থেকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ (Bhawanipur Police Station)।

পুলিস সূত্রে খবর, কলকাতা পুরসভার (KMC) ভুয়ো ফুড ইন্সপেক্টরের পরিচয় দিয়ে জগুবাবুর বাজারে হানা দেয় স্বপন সমাদ্দার নামে ওই প্রতাকর। মোটা টাকার বিনিময়ে ট্রেড লাইসেন্স-সহ অন্যান্য বিষয়ে কিছু সুবিধে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ব্যবসায়ীদের। তখনই সন্দেহ হয় ব্যবসায়ীদের। তারা খবর দেন পুলিশে।

 

 

Previous articleশান্তনু সেনকে সাসপেন্ড করা হল রাজ্যসভা থেকে
Next articleবিরাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার বাবুলাল ঘনিষ্ঠ যুবক