কার্গিল দিবসে বীর সেনাদের শ্রদ্ধা মমতার

আজ, ২৬ জুলাই। ঐতিহাসিক কার্গিল দিবস (Kartik Day)। ১৯৯৯ সালের এই দিনে পড়শি পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। এই জয়ের পিছনের ভারত মায়ের অনেক বীর সন্তানের বলিদান রয়েছে। সেদিন দেশকে সুরক্ষিত করেছিলেন ভারতের সাহসী বীর সেনানিরা।

দেশ মাতৃকার সেই শহিদ বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আজ, সোমবার কার্গিল দিবসে ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি সম্মান জানাই সেই নায়কদের, যাঁরা তাঁদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে দেশকে সুরক্ষিত করেছিলেন।”

 

Previous articleইতিহাস সৃষ্টি করেও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভবানী দেবী
Next articleহাওড়া-শিয়ালদহে বাড়ল স্টাফ স্পেশাল ট্রেন