অলিম্পিকে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হিসেবে ১৩ বছরে সোনা জিতে রেকর্ড মমিজি নিশিয়ার

বয়স মাত্র ১৩ বছর। আর এই বয়সেই সোনা জিতে টোকিও অলিম্পিকে খবরের শিরোনামে জাপানের মমিজি নিশিয়া (Momiji Nishiya)। রীতিমতো নজির গড়ল জাপানের এই কিশোরী। ১৩ বছর ৩৩০ দিন বয়স তার। আর এই বয়সেই অলিম্পিকের (tokyo olympics 2020) মতো মেগা ইভেন্টে মহিলাদের স্কেট বোর্ডিংয়ের উদ্বোধনীতে সোনা জিতে নজির গড়েছে মমিজি। অলিম্পিকের ইতিহাসে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড তৈরি করল জাপানের কিশোরী।
ব্রাজিলের রায়সা লিয়াল ও জাপানের ফুনা নাকায়মাকে টেক্কা দিয়ে সোনার পদক গলায় ঝুলিয়েছে মমিজি। ব্রাজিলের রায়সা লিয়াল জিতেছে রুপো। তার বয়স ১৩ বছর ২০৩। ব্রোঞ্চ জিতেছে জাপানের ফুনা। তার বয়স ১৬।