Sunday, November 16, 2025

পেগাসাস: উচ্চপর্যায়ের তদন্তের পাশাপাশি মোদির উপস্থিতিতে আলোচনার দাবি বিরোধীদের

Date:

পেগাসাস(Pegasus) ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। বিরোধীদের(opposition) লাগাতার বিক্ষোভের জেরে প্রতিদিন মুলতুবি হয়ে যাচ্ছে সংসদের দুই কক্ষ। এহেন পরিস্থিতির মাঝেই পেগাসাস নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের পাশাপাশি প্রধানমন্ত্রী(Prime Minister) অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এ বিষয়ে আলোচনার দাবী জানানো হলো বিরোধীদের তরফে। সোমবার এই দাবিতে টুইট করলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ(jairam Ramesh)। পাশাপাশি তাঁর সেই দাবিকে সমর্থন জানিয়ে রিটুইট করতে দেখা গেল তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে(Derek O’Brien)।

সোমবার পেগাসাস কেলেঙ্কারি প্রসঙ্গে একটু টুইট করেন বরিষ্ঠ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। টুইটে তিনি লেখেন, “সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়েছে। ১. প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পেগাসাসের নজরদারির বিষয়ে আলোচনা চাই। ২. সরকারের তরফে অবিলম্বে এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের ঘোষণা করা হোক সুপ্রিম নজরদারিতে।” একইসঙ্গে তিনি আরও লেখেন, “সরকার বিরোধীদের এই বৈধ দাবিতে রাজি না হওয়ার কারণে সংসদে কোনও কাজ হচ্ছে না।” প্রবীণ কংগ্রেস নেতার এই টুইট রিটুইট করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। জয়রাম রমেশ এর দাবিকে সমর্থন জানিয়ে টুইটে তিনি লেখেন, “আমরা সংসদেই এই আলোচনা চাইছি। পীযূষ গোয়েলের অফিসে গ্রিন টি-এর সঙ্গে নয়।”

আরও পড়ুন:নিয়োগ মেলেনি, মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন টেট উত্তীর্ণ প্রার্থীদের

উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইজরায়েলের এই নজরদারি সফটওয়্যার ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনের কথোপকথনে আড়ি পেতেছে সরকার। বহু রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি আড়িপাতা হয়েছে সাংবাদিক, সমাজ কর্মী সহ প্রায় ৩০০ জনের ফোনে। সম্পূর্ণ বেআইনিভাবে কেন্দ্রের এহেন পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিরোধীরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করেছে মমতা সরকার। এই পরিস্থিতিতে এবার তদন্তের সঙ্গে মোদির উপস্থিতিতে আলোচনার দাবী জানালো বিরোধীরা।

 

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version