দুটি ডোজ নেওয়া থাকলেও ডেল্টা থেকে মুক্তি নেই

করোনা টিকার দুটি ডোজ(coronavirus) নেওয়া হয়ে গেলেই শরীরের সংক্রমণের সম্ভাবনা থাকবে না এমনটা ভাবার কোনও কারণ নেই। দুটি ডোজ নেওয়া থাকলেও ডেল্টা ভেরিয়েন্টে(Delta variant) আক্রান্ত হতে পারেন যে কেউ। সম্প্রতি বিশ্বের ১০ শীর্ষ কোভিড গবেষকদের(covid expert) সাক্ষাৎকারে উঠে আসছে এমনই তথ্য।

করোনাভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি অনুযায়ী, এখনো পর্যন্ত করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ভেরিয়েন্ট আক্রান্ত হতে পারেন ২০ কোটিরও বেশি মানুষ। এই মুহূর্তে বিশ্বের ১২৪ টির দেশে দাপিয়ে বেড়াচ্ছে বিপজ্জনক ডেল্টা ভ্যারিয়েন্ট। ভারতে প্রথম সন্ধান মেলা ডেল্টা ভ্যারিয়েন্ট যেহেতু অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তাই টিকা যারা নেননি তাদের পাশাপাশি যারা দুটি ডোজে টিকা নিয়ে নিয়েছেন তাদের শরীরেও হানা দিচ্ছে ডেল্টা। ব্রিটেনের মাইক্রোবায়োলজিস্ট শ্যারন পিকক বলেন, এই মুহূর্তে বিশ্বের সামনে সবচেয়ে বড় ঝুঁকি হল ডেল্টা ভ্যারিয়েন্ট। বর্তমানে ব্রিটেনে ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা ৩৬৯২। এরমধ্যে ৫৮.৩ শতাংশের টিকাকরণ সম্পন্ন হয়নি। তবে ২২.৮ শতাংশ টিকার দুটি ডোজ নিয়ে নিয়েছে ইতিমধ্যেই। সিঙ্গাপুরে ডেল্টার দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে। তথ্য বলছে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীদের ৬০ শতাংশই টিকা নেওয়ার পর আক্রান্ত। আমেরিকায় মোট করোনা আক্রান্তের ৮৩ শতাংশই ডেল্টায় আক্রান্তের শিকার। আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এন্টনি ফাউচি বলেন, যে সমস্ত জায়গায় টিকাকরণের হার কম সেই সকল জায়গায় ডেল্টার বাড়বাড়ন্ত বেশি।

আরও পড়ুন:সীমান্ত সঙ্ঘর্ষ : বৈঠক করেও ব্যর্থ অমিত শাহ, দুই মুখ্যমন্ত্রীর লড়াই চলছে

এদিকে ডেল্টার দাপট প্রসঙ্গে চিনের এক সমীক্ষায় দাবি করা হয়েছে, ২০১৯ সালে প্রথম চিহ্নিত হওয়া উহান স্ট্রেনের তুলনায় ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্তের ব্যক্তির নাকে ১০০০ গুন বেশী ভাইরাস থাকে। এ প্রসঙ্গে মাইক্রোবায়োলজিস্ট শ্যারন পিকক বলেন, ডেল্টা আক্রান্তের ভাইরাস লোড বেশি হওয়ায় সম্ভবত অন্যকে আক্রান্ত করার ক্ষমতা কয়েক গুণ বেশি হয়। যদিও গোটা বিষয়টি এখন গবেষণা সাপেক্ষ।

 

Previous articleতৃতীয় রাউন্ডে হার শরথ কমলের
Next articleআজ বিকেলেই মোদি-মমতা বৈঠক, একনজরে মঙ্গলবারের কর্মসূচি