মঙ্গলবার টোকিও( Tokyo) যাওয়ার বিমানে উঠতেই পারলেন না বিনেশ ফোগাট( Vinesh Phogat)। ভিসা সমস্যার কারণে মঙ্গলবার বিমানে উঠতে পারলেন না তিনি। তবে জানা গিয়েছে বুধবার টোকিও যাওয়ার বিমান ধরবেন ফোগাট। বিমানবন্দরের কাছেই একটি হোটেলে রয়েছেন তিনি।

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) কুস্তির ৫৩ কেজি বিভাগে রয়েছেন ফোগাট। আশা করা হচ্ছে তাঁর হাত ধরেই অলিম্পিক্সে পদক আসবে দেশে। ৫ আগস্ট থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা।

এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভুলবশত ইউরোপে এক দিন বেশি থেকে গিয়েছেন ফোগাট। সেই কারণেই বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে। ৯০ দিনের ভিসা থাকলেও, তিনি ৯১ দিন থেকে ফেলেছেন ইউরোপে। টোকিও বিমান ধরতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন ফোগাট। সেখানে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

তবে সঙ্গে সঙ্গে এই ব্যাপারটিতে হস্তক্ষেপ করে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। জানা গিয়েছে বুধবার টোকিও যাওয়ার বিমান ধরবেন ফোগাট।

আরও পড়ুন:করোনার রিপোর্ট নেগেটিভ, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়া যাবে না এই আট ক্রিকেটারকে
